taras_college

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): অবৈধভাবে গঠিত সিরাজগঞ্জের তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটি বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেছেন উপজেলা সদরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুস সালাম। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজে যে পরিচালনা কমিটি রয়েছে তা ভুয়া ও অবৈধ অভিভাবক সদস্য দ্বারা গঠন করা হয়েছে। মামলায় ওই অবৈধভাবে গঠিত কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির নিয়োগও বাতিল চাওয়া হয়েছে। কমিটির সভাপতি ড. হোসেন মনসুর ও অধ্যক্ষ মনিরুজ্জামান কলেজটির উন্নয়ন কাজে নানা বাধার সৃষ্টি করে অনিয়ম, দুনীর্তি ও স্বজনপ্রীতি করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে । এ সকল ঘটনার প্রতিকার এবং  অবৈধভাবে গঠিত কমিটি বাতিল  ও  ওই কমিটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির নিয়োগ বাতিল চেয়ে গত ৯ ফেব্রুয়ারী সিরাজগঞ্জের সহকারী জজ আদালতে মামলা করেন উপজেলার সদরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুস সালাম। যার অপর প্রকার মামলা নং ২৬/২০১৬।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে