সাম্প্রতিক সংবাদ

ডোমারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কনসার্ট

2016-01-20 16.12.47

বিডি নীয়ালা নিউজ(২০জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারী ডোমারে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে সরকারী কলেজ শাখা। ১৯জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও কনসার্ট পরিবেশিত হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা আল মামুন রিমুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামার(১) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। জেলা ছাত্রলীগের সভাপতি সজল ভৌমিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল

রানা। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন আহম্মেদ মিল্টন, সাধারণন সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, সাবেক শিক্ষক আবু সুফিয়ান লেবু। আমন্ত্রিত অতিথি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম।

এছাড়াও ছাত্রনেতা সোহেল, আলিফ, সুমন, ফারুক, শুভ, রাকিব প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনায় কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মানিক। আলোচনা শেষে ডোমার প্রত্যাশা সংগীত একাডেমীর শিল্পীদের অশং গ্রহনে কনসার্ট পরিবেশন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ডোমারের সুনামধন্য ফোক সম্রাট আমজাদ হেসেন, ব্যান্ড তারকা মুকুল সওদাগড়, জাকির হেসেন হিটলার, আনিছুর রহমান মানিক, আলিফ নুর ফেরদৌস, সুমন, তরুন কির্বোডিস্ট ওমর ফারুক অর্পন, স্বপন, সিস্তি ও সিপ্ত। প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রির সাফল্যের কথা তুলে ধরেন এবং ডোমার সরকারী কলেজকে মডেল কলেজে রুপান্তিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com