জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: ট্রেনের টিকিট কালোবাজারির বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীর ডোমারে। উপজেলা শহরের রেলগেট মোড়ে শনিবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ডোমার পৌরসভার কাউন্সিলর রুবেল ইসলাম অভিযোগ করে বলেন, ‘স্টেশনের কাউন্টারে টিকিটের জন্য গেলে টিকিট পাওয়া যায় না। অথচ কালোবাজারিদের কাছ থেকে চড়া মূল্যে টিকিট পাওয়া যায়।

রেলস্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে, চড়া দামে বিক্রি করে থাকেন।ফলে দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। কাউন্টার গেলে টিকিট নাই, এটা আমরা শুনতে চাই না।

দ্রুত সিন্ডিকেট ভেঙে কাউন্টার থেকে যাতে যাত্রীরা সহজে টিকিট পান এটি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ডোমার রেলস্টেশন থেকে পাঁচটি আন্তঃনগর ট্রেন ও একটি মেইল ট্রেন চলাচল করে।

ডোমার পৌরসভার কাউন্সিলর রুবেল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ, পৌর কৃষকলীগের আহ্বায়ক আবু সাঈদ, সাংবাদিক আসাদুজ্জামান চয়ন, ছাত্রনেতা আজমির রহমান রিশাদসহ আরও অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে