cead44e9-cda6-45a6-83da-db37725f71d3-685x320

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীর ডোমারে পাট চাষীদের দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উচ্চ ফলনশীল(উফশী)পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা।

এ সময় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল,উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, উর্দ্ধতন সহকারী প্রকল্প পরিচালক(রংপুর) ও প্রশিক্ষন সমন্বয়কারী মোশাররফ হোসেন,উপজেলা পাট কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান প্রমূখ। প্রশিক্ষনে উপজেলার ১০টি ইউনিয়নের ১শত জন পাট চাষী অংশ নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে