আসাদুজ্জামান পাভেল, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ঐতিহাসিক সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠাবাষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) গঠনকরেন। দেশের ভয়াবহ বন্যার কারণেই বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পরিবর্তন করা হয়েছে। ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে ভয়বহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল অনুষ্ঠান সীমিত করা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন বলেন, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।