A_105

বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সম্মেলনে’ তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের স্বার্থেই সমন্বিত উদ্যোগে টেকসই এসএমই খাত গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ‘দেশের শতকরা ৯০ ভাগ শিল্প ব্যবসা এসএমই খাতের অন্তর্ভুক্ত। এ খাতের উপর ভর করে দেশের অর্থনৈতিক গুরুত্ব এগিয়ে যাচ্ছে। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে।’ এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে রফতানি বাড়ানো সম্ভব বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে