pitar_boren

বিডি নীয়ালা নিউজ(১২ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডের পরাজয়। শুক্রবারে বৃষ্টিতে পন্ড হয় দ্বিতীয় ম্যাচটি। নিজেদের প্রমাণ করার আগেই যেন টি-২০ বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিতে হলো ডাচদের!

অথচ ক্রিকেট মাঠে বহুবারই কমলা রং ছড়ানোর গল্প রয়েছে তাদের। যে কারণেই এবার চলমান টি-২০ বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নেওয়ার পরই ডাচ ক্রিকেটে নেমে আসে ক্ষোভ আর হতাশা। ভিতরে চেপে না রাখতে পেরে দলের অধিনায়ক পিটার বোরেন তো রীতিমতো বোমাই ফাটিয়ে দিলেন।

ওমানের বিপক্ষে পন্ড হওয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসিরই সমালোচনা করেছেন পিটার বোরেন। তিনি বলেন, ‘আইসিসি সহযোগী দেশগুলোর জন্য যথেষ্ট কাজ করছে বলে আমার মনে হয়না। আমরা নিজেরা কোন দ্বিপাক্ষিক ‍সিরিজের আয়োজন করতে পারিনা। সত্যি বলতে, এখানে শুধু টাকার খেলা। ক্রিকেটের এই জায়গাটাতে শুধুই টাকা। যাদের বেশি টাকা, তারাই সবচেয়ে বেশি খেলার সুযোগ পায়। আইসিসির রাজস্ব আয়ের টাকা থেকে সহযোগী দেশগুলোর জন্য খরচ করার অনুরোধ করছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে