150826084016_india_gujrat_624x351_bbc_nocredit

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  ভারতের হরিয়ানায় গতকাল ব্যাপক বিক্ষোভে তিনজন নিহত হওয়ার পর তিনটি শহরে কারফিউ জারি করা হয়েছে। দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

উচ্চ শিক্ষা এবং চাকুরিতে কোটার দাবিতে সংখ্যালঘু জাট সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে।

ভারতে জাট সম্প্রদায়কে উচ্চ বর্ণের বলে গণ্য করা হয়। গত এক বছরে শিক্ষা ও চাকুরিতে কোটার দাবিতে জাটরা আরও কয়েক দফা বিক্ষোভ করেছে।

হরিয়ানার কয়েকটি এলাকায় বিক্ষোভ দমাতে সামরিক বাহিনী তলব করা হয়েছে।

কারফিউ জারি সত্ত্বেও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত করয়েছে।

বিক্ষোভকারীরা একটি রেল স্টেশনে হামলা করে স্টেশন মাস্টারের অফিসে আগুন দিয়েছে।

বিক্ষোভকারীদের একজন নেতা যশপাল মালিক বলেছেন, তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে