markzuckerberg- Dorsey

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন:  ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসিকে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সম্প্রতি এক ভিডিও বার্তায় দেওয়া হুমকিতে আইএস বলেছে, ফেসবুক ও টুইটার থেকে আইএসপন্থী অ্যাকাউন্ট সরিয়ে ফেললে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সনস খেলাফত আর্মি’ নামে এবং ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা স্টোরিফুল।
হুমকির বার্তায় মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসির ছবি ব্যবহার করেছে জঙ্গি সংগঠনটি। ভিডিওর শেষে একটি ব্যানারে ওই দুজনের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘ফেসবুক ও টুইটারের প্রতিষ্ঠাতা জাকারবার্গ ও ডরসি এবং তাঁদের ক্রুসেডার সরকারের প্রতি- তোমরা প্রতিদিন আমাদের অনেক অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে বলে ঘোষণা দিচ্ছ। আমরা বলছি, এটা কি তোমরা করতে পার? তোমরা আমাদের পক্ষে নও।’ ভিডিওতে হুমকি দেওয়া হয়, তাদের হ্যাকিং গ্রুপের সদস্যরা ফেসবুক ও টুইটারের ১০টি করে অ্যাকাউন্ট হ্যাক করবে। এভাবে ধীরে ধীরে ফেসবুক ও টুইটারের ওয়েবসাইট পুরোটাই ‘ডিলিট’ করে দেওয়া হবে।

ভিডিওতে বলা হয়, আইএসের এখনো ১০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট, ১৫০ গ্রুপ ও পাঁচ হাজার টুইটার অ্যাকাউন্ট রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে