মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে র্যাবের অভিযানে ৪হাজার ৩শ ৪৫ লিটার চোলাই মদ সহ ২জনকে আটক করেছে।গত শনিবার দুপুর (১) একটার দিকে পার্শ্ববর্তী নওগাঁ বদলগাছী উপজেলার মথরাপুর ইউনিয়নের কাষ্টগাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন নওগাঁ বদলগাছী উপজেলার উত্তর কাষ্টগাড়ী গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে মামুন হোসেন ও কাষ্টগাড়ী সাজিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সবুজ হোাসেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান আটক ব্যক্তিদ্বয় স্থানীয় বাজারে বিক্রির জন্য অবৈধভাবে চোলাইমদ উৎপাদন করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযাান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ তাদের হাতে নাতে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণাদি রাখার পর উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ২৯(৩) অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।