13815024_584944968344643_786644021_n

中文 (Chinese), 日本語 (Japanese) ও  Spoken English – এ ভর্তি চলছে !

ফ্রি ক্লাস – ২৯/০৭/২০১৬ ইং
কোর্স শুরু : ৩০/০৭/২০১৬ ইং
কোর্সের মেয়াদ : ০৩ (তিন) মাস
ভর্তি চলবে : ৩০/০৭/২০১৬ ইং পর্যন্ত

যাদের জন্য এ কোর্স গুলো :
• কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উচ্চ শিক্ষা লাভের জন্য।
• চাকুরীরত ব্যাক্তি
• বেকার বা চাকুরী খুজছেন
• বিদেশ গমনে ইচ্ছুক
• ব্যবসায়ী

নিম্নে কোর্স গুলির বিবরন দেওয়া হলো :

中文 (Chinese)

চীনা ভাষা শিক্ষার জন্য Basic chinese কোর্স ও Level কোর্সে চালু করা হয়েছে।

চীনা ভাষা শিক্ষার উদ্দেশ্য :-

* চীনা School, College & University তে লেখা পড়ার সুযোগ পাওয়া যাবে।
* চীনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের বিশেষ সুযোগ-সুবিধা : যেমন Chinese University Scholarship,
Chinese Government Scholarship, Confucius Institute
Scholarship ইত্যাদি।
* চাইনিজ দূতাবাস ও চাইনিজ কোম্পানিতে চাকরির সুযোগ আছে।
* চাইনিজদের সাথে দোভাষী হিসেবে কাজ করা যাবে।
* চাইনিজদের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।
* Proficiency Test HSK, HSKK-তে অংশগ্রহন করা যাবে।

日本語 (Japanese)

জাপানী উচ্চ শিক্ষার জন্য দুই ধরনের কোর্স চালু করা হয়েছে।
1. Elementary Course.
2. Basic Course in Japanese Language.

জাপানী ভাষা শিক্ষার উদ্দেশ্যে :-

* জাপানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের সুযোগ আছে। যেমন : Japan Foundation Scholarship, Monobusha Scholarship, ADD Scholarship ইত্যাদি।
* জাপানীদের সাথে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ আছে।
* বাংলাদেশে অবস্থিত জাপানীজ কোম্পানী ও জাপানী দূতাবাস চাকুরীর সুযোগ আছে।
* N5, N4, N3 Proficiency Test এ অংশ গ্রহন করতে পারবেন।

Spoken English

Great Wall Academy Offer’s Basic Spoken English Course and Advance Spoken English Course.
Why will you learn this course?
* এই কোর্সটি আপনার English-এর Foundation গড়তে সাহায্য করবে।
* ৮ম থেকে Masters পর্যন্ত্ যে কেউ কোর্সটি করতে পারবেন।
* যারা English জানেন কিন্তু বলতে অনেক সমস্যা হয় তাদের সমস্যাটি Solve করার উদ্দেশ্যে কোর্সটি করা হয়।
* এই কোর্সটি করার পর দৈনন্দিন জীবনের কথাবার্তা আপনি ইংরেজীতে বলতে পারবেন।

কোর্স ফি:
আমাদের এই কোর্স গুলির ফি ভিন্ন ভিন্ন তাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
আমাদের সাথে যোগাযোগ :
Great Wall Academy বাড়ি-২8 রোড#১২ সেক্টর #১8,
উত্তরা, ঢাকা-১২৩০। মোবা: ০১৯১১৯২৯০৬৯, ০১৬৭৫৫৮২৩80 ।
www.greatwallacademybd.com

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে