আজিজ খান, গোলাপগঞ্জ, (সিলেট) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে জমজমাট এখন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী সমর্থকদের আনাগোনায় মুখরিত ছিল উপজেলা চত্বর। দলীয় প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জামা দিয়েছেন মনোনয়ন পত্র।

ইউপি নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্রে দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সকাল হতে উপজেলা ১১টি ইউনিয়নে ৬৬ জন চেয়ারম্যান, ৪৫৯ জন সদস্য ও ৯৬ জন মহিলা সদস্য প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র জমা দেন।

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫ জন রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের এর নিকট এই মনোনয়ন পত্র দাখিল করেন।

ইউপি নির্বাচনে ১নং বাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১১জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৩নং ফুলবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৪নং লক্ষিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৫নং বুধবারীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৮নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন

৭ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১১নং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আজ পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে সকল প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন । মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় আমরা তাদেরকে আচরণ বিধি সম্পর্কে অবহিত করতে চেষ্টা করছি। আশা করছি কোন প্রকার বিশ…ঙ্খলা ছাড়াই এবারের নির্বাচন সম্পন্ন হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে