স্বপন কুমার রায়, খুলনা জেলা প্রতিনিধি: ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মিঃ কাজী মাসুম আক্তারকে চালনা অনার্স কলেজের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এ লক্ষ্য ২৬ শে নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৫ টায় উক্ত কলেজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চালনা অনার্স কলেজের অধক্ষ্য ডঃ অচিন্ত্য কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদক পুরস্কার প্রাপ্ত মিঃ কাজী মাসুম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত পশ্চিম বঙ্গের সাংস্কৃতিক মোর্চার যুগ্ম আহবায়ক দেবারতী মিত্র, দাকোপ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, দিগরাজ কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব শংকর রায়,উক্ত কলেজের সহকারী অধ্যাপকদের মধ্যে বিশ্বজিত রায়, তপন কুমার রায়, মিনা রানী রায়, প্রদীপ কুমার রায়,সমরেশ মিস্ত্রী, অসিত বরণ গোলদার, তপন কুমার মন্ডল, আব্দুল জব্বার হাওলাদার, নীলকমল সাহা,সন্তোষ কুমার মন্ডল, স্বপন কুমার সরকার, সুর্পনা মল্লিক, কার্তিক বিশ্বাস,মোঃ ইমরান শেখ, নিখিল রঞ্জন রায়, শ্যামলী মহালদার, অপূর্ব সরকার, বিদ্যুত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক বিধান ঘোষ,চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর শহর আলী শেখ মনি, হরি চন্দ্র মন্ডল, বিলাশ বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ।