স্বপন কুমার রায়, খুলনা জেলা প্রতিনিধি: খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সৃজনী বহুমুখী মহিলা সমবায় সমিতির
আয়োজনে বার্ষিক সাধারন সভা আজ ১৯ নভেম্বর শনিবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
সৃজনী বহুমুখী মহিলা সমবায় সমিতির সভাপতি মিনক্ষী সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির সদস্য অ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।
এসময় তিনি বলেন- সমাজের সকলের উচিত স্বপ্ন দেখা, যে স্বপ্নের মাধ্যমে সে নিজের ও সমাজের জন্য কিছু করতে পারবে। সৃজনশীল বহুমুখি মহিলা সমবায় সমিতি লিঃ-এর কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে আরো বলেন, সততা ও পরিচ্ছন্নতার সাথে কাজ করতে হবে। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিরেন উপজেলা সহকারী সমবায় অফিসার লস্কর সাহবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়, ভরসা বহুমুখি ম্যানেজার বিশ্নেববজিত মন্ডল, প্রধান শিক্ষক সুকল্যান রায়, রম্যান নিহার মন্ডল,ইউপি সদস্য বিভাস পাইক, গৌতম রায়,বক্তিতা করেন নিলিমা রায়, ডলি রায়, স্বরসতী রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিখিলেশ বর্মন।