সাম্প্রতিক সংবাদ

ক্যারিয়ারের অনন্য উচ্চতায় সানিয়া মির্জা

sania_mirza

বিডি নীয়ালা নিউজ(২৯জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারে সেরা সময়টা পার করছেন সানিয়া মির্জা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।  গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। শুক্রবার ক্যারিয়ারে যোগ করলেন আরো একটি শিরোপা। মার্টিনা হিঙ্গিসের জুটি বেঁধে নারী ডাবলসে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। এ নিয়ে টানা তিনটি গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি গড়লেন  ভারতের এই টেনিস সুন্দরী। ফাইনালে চেক রিপাবলিকের আন্দ্রেয়া ও লুসি রাদিকাকে ৭-৬ (৭-১), ৬-৩ গেমে পরাজিত করে ইন্দো-সুইস এ জুটি।

অস্ট্রেলিয়ার রোড লেভার আরিনায় চেকের এই জুটিকে হারাতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে সানিয়া-মার্টিনাকে। লড়তে হয়েছে ১০৯ মিনিট। যদিও দুটি সেটেই জিতেছেন সানিয়া-হিঙ্গিস। প্রথম সেটে ইন্দো-সুইস জুটিকে হারানোর প্রায় কাছাকাছি চলে যায় চেক জুটি। এই সেট জিততে সানিয়াদের লড়তে হয়েছে ৬২ মিনিট। শেষ পর্যন্ত এই সেট নিজেদের দখলে নেন ৭-৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে চেক জুটিকে কোনো সুযোগ দেননি। ৪৭ মিনিটের লড়াই শেষে সানিয়ারা জিতেছেন ৬-৩ ব্যবধানে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com