Ek-Tha-Tiger-photoshoot-Katrina-Kaif-Salman-Khan

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)-বিনোদন ডেস্কঃ  অবশেষে দীর্ঘদিন পর বলিউডের তারকা সালমান খানের মুখে ক্যাটরিনা কাইফ প্রসঙ্গে শোনা গেল প্রশংসার বাক্য। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ক্যাটরিনা প্রসঙ্গ এলেই ‘দাবাং’ তারকা সালমান তির্যক মন্তব্য ছুড়ে আসছিলেন।
সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস ৯ ’-এর গ্র্যান্ড ফিনালের আসরে তাঁদের ‘ফিতুর’ ছবির প্রচার উপলক্ষে এসেছিলেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ রায় কাপুর। অনুষ্ঠানে উপস্থিত ক্যাটরিনা কথা প্রসঙ্গে বিগ বস প্রতিযোগীদের প্রশংসা করে বলতে শুরু করেন যে তাঁদের জায়গায় ক্যাটরিনা থাকলে রীতিমতো নার্ভাস হয়ে পড়তেন তিনি।

ক্যাটরিনা যখন এ কথা বলছিলেন একপর্যায়ে তাঁকে মাঝপথে থামিয়ে দিয়েই সালমান বলে ওঠেন, ক্যাটরিনা তাঁর দেখা সবচেয়ে সাহসী মেয়ে। যে কখনো কোনো কিছুতেই ভীত হয় না।

সালমান খান বলেন, ‘সেই ষোলো বছর বয়স থেকেই কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের কল্যাণে আজ বলিউডে এই অবস্থানে পৌঁছেছে ক্যাটরিনা।’

কে জানে সে সময় সালমানের এই ইঙ্গিত ক্যাটরিনাকে সালমানের সঙ্গে তাঁর পুরোনো প্রেমকে মনে পড়িয়ে দিচ্ছিল কিনা!

 

সূত্রঃ এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে