কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি হক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা কনফারেন্সরুমে।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সহ-সভাপতি কাওছার হামিদ, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক আহসানুল হক চন্দন, সদস্য সচিব সামসুজ্জামান সুমন, যুগ্ন আহবায়ক ইয়ামিন কবির স্বপন,যুগ্ন আহবায়ক শাকিল ইসলাম,সদস্য আব্দুর রউফ হায়দার,আদর আলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম বাবু, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সি এস এম তপন,কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য মাফি মহিউদ্দিন,সাংবাদিক লাতিফুল আজম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন,সাংবাদিক আশিফ ইশতিয়া লিওন, আশরাফুল ইসলাম রাজু,জাহাঙ্গীর আলম ও আবু সুফিয়ান প্রমূখ। মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে নবাগত ইউএনও হস্তক্ষেপ কামনা করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি হক বলেন আমি আপনাদের উপজেলায় নতুন এসেছি আমাকে আপনারা সহযোগিতা করেন আমি সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধান করবো এবং এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে যেন গড়ে তুলতে পারি।