সাম্প্রতিক সংবাদ

কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচনে নুরুল হক বিএসসি বিপুল ভোটে নির্বাচিত

Untitled-1

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)- গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে কাপাসিয়া উপজেলার ১ নং এলাকার পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক বাল্প মার্কায় নুরুল হক বিএসসি ।
গতকাল রবিবার সকাল থেকে উপজেলার বীরউজলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালক পদে মোঃ মো: নূরুল হক বিএসসি (বৈদ্যুতিক বাল্প)
প্রতিকে ও মোঃ মহররায় আলী (ছাতা ) প্রতিকে দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির এবারের ভোটার সংখ্যা ছিল
৪ হাজার ৪ শত বাষট্রি এর মধ্যে ভোট কাষ্ঠ হয়েছে ৬ শত ৩টি ও ৪টি ভোট বাতিল হয়। এর মধ্যে নুরুল হক বিএসসি বৈদ্যুতিক বাল্প প্রতিকে নির্বাচনে ৫ শত ৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মহররায় আলী প্রধান ছাতা প্রতিকে ৬৩ ভোট। এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুতের এজিএম নুরুল হক বিএসসি নির্বাচিত হওয়ার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, সুন্দর ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পর্ন্ন হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com