সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃগত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কাজীপুর সদর ইউনিয়নের ৩ নং স্পার এলাকায় ব্যাপক ভাঙ্গনে ৫৭ টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দুপুর ২ টায় ভাঙ্গন এলাকা মাছুয়াকান্দি ও ফকিরপাড়ায় গিয়ে মানুষের দুর্বিসহ অবস্থা দেখা গেছে। ঐ সময় পর্যন্ত সরকারি কোন লোকজন ক্ষতিগ্রস্থ মানুষের পাশে যায়নি।

স্থানীয় অধিবাসি ও বিয়াড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১২ টায় স্পারে অবস্থিত লোকজনের চিৎকার চেচামেচি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই ব্যপক ভাঙ্গন শুরু হয়েছে।সাথে সাথে মসজিদের মাইকে লোকজন জরো করে বাড়িঘর সরাতে থাকি। ইতিমধ্যে আধাঘন্টার ব্যবধানে শফিকুল, আলআমিন, আবুল হোসেন শামছুল, রাজ্জাক সহ ৭ টি পরিবারের বাড়ি সম্পন্ন নদী গর্ভে বিলীন হয়ে যায়।

পরবত্তিত্বে স্থাণীয় লোকজনের সহায়তায় প্রায় ৫০ টি পরিবারের ঘরবাড়ি খুলে নিয়ে অন্যত্র রেখে দেয়া হয়েছে। লোকজনের দূর্দাশার কথা প্রশাসনকে অবগত করলেও চেয়ারম্যান ছাড়া আর কোন সরকারি লোকজন সোমবার দুপুর দুইটা নাগাদ ঘটনা স্থলে যায়নী। এদিকে ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা না নেয়ায় ভাটিতে অবসি¯ত খুদবান্দি, বুরুঙ্গি, সিংড়াবড়ি , মাছুয়াকান্দিতে লোকজনের মধ্যে ভাঙ্গন আতঙ্গ বিরাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে