বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বলিউডে রণবীর সিং এবং কারিনা কাপুরের মধ্যে নাকি সম্পর্ক তেমন একটা ভালো না। শোনা যায়, তাদের মধ্যে নাকি কোন কথাই হয় না। কিন্তু কদিন আগে এক অনুষ্ঠানে দুজনকে একফ্রেমে পাওয়া গেল। শুধু তাই নয়, হাসিমুখে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন দুই তারকা। ভারতের লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয়েছে সাইফাই মহোৎসব। সেখানেই হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরাতে ধরা পরলেন রণবীর-কারিনা। বছরের শুরুতেই তাদের মধ্যে নতুন বন্ধুত্বের আভাস দেখতে পাচ্ছেন বলিউড বোদ্ধারা। ছবিটি দেখে অনেক নির্মাতাও আশা করছেন দুজনকে জুটি করে সিনেমা বানানোর। তবে দুজনের ঘনিষ্ঠতা দেখে ধারণা করা হচ্ছে এ বছর হয়তো নতুন ছবিতে জোট বাঁধছেন রণবীর-কারিনা।





