সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের যাত্রীবাহী বাসের চাপায় ৩ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন এনায়েতপুর থানার আজুপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩২) ও গোফরেখি গ্রামের আব্দুল আজিজ মাষ্টারের ছেলে আব্দুল বাতেন (৩০) বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের চান্দু শেখের ছেলে ভ্যনচালক সেরাজুল ইসলাম।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান,

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ইমরান এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরে যাচ্ছিলো।বাসটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিল বাজার এলাকায় পৌছলে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী, সেরাজুল ইসলাম, আব্দুল বাতেনসহ তিন জন নিহত হয়। এঘটনায় বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনার পর থেকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে