বিডি নীয়ালা নিউজ(১২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ হয়েছে।
অন্তত ১০ জন নিহত হয়েছে বলে খবর পাওযা যাচ্ছে।
ইস্তাম্বুলের গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে অন্তত ১৫ জন জখম হয়েছে।
বিস্ফোরণ হয়েছে শহরের একদম কেন্দ্রে সুলতানআমেত চত্বরে, স্থানীয় সময় সকাল দশটার দিকে।
ঐতিহাসিক ব্লু মস্কের কাছে এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
কোনো কোনো খবরে বলা হচ্ছে, একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
তবে এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
ইস্তাম্বুল থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইস্তাম্বুলে একটি কট্টর বামপন্থি দল বিচ্ছিন্ন হামলা চালিয়েছে।
তবে হালে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে’র সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে পড়ার পর সৈন্যদের সাথে বিদ্রোহী গেরিলাদের লড়াই শুরু হয়েছে। তবে সেই লড়াই হচ্ছে তুরস্কের দক্ষিণ-পূর্বে।
তুরস্কের ভেতর সাম্প্রতিক সময়ে কিছু বোমা হামলার জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকেও সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়েছে।
গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দুটো আত্মঘাতী বোমা হামলায় একশরও বেশি লোক মারা যায়।
-বিবিসি বাংলা