t8718-frog-month-hds-3x6

বিডি নীয়ালা নিউজ(৪ই মার্চ১৬)-শিক্ষা প্রতিবেদনঃ

© জানুয়ারী – রোমান দেবতা জেনাস
এর নাম থেকে।

© ফেব্রুয়ারী – রোমান ফেব্রুয়াম
উৎসব এর নাম থেকে।

© মার্চ – রোমান বুদ্ধের দেবতা
মার্জ এর নামানুসারে।

© এপ্রিল – ল্যাটিন শব্দ আপেয়িরে
অর্থ হল খুলে ধরা।এই সময়টা প্রকৃতি
সব
সাজে সজ্জিত হয়,সেই
থেকে এই মাসের নাম হয়েছে।

© মে – রোমানদের দেবী মাইয়া –
এর নামানুসারে।

© জুন – রোমান স্বর্গের দেবী
জুলিয়ুস এর নামানুসারে।

© জুলাই – সম্রাট জুলিয়াস সিজার
এর নামানুসারে।

© আগষ্ট – রোম সম্রাট অগাস্টাস এর
যুদ্ধ বিজয় উপলক্ষে এই মাসের নাম
রাখা
হয়েছিল তার নামে।

© সেপ্টেম্বর – ল্যাটিন শব্দ সক্তা
থেকে,যার অর্থ সপ্তম।

© অক্টোবর – ল্যাটিন শব্দ অক্ট
থেকে,যার অর্থ অষ্টম।

© নভেম্বর – ল্যাটিন শব্দ নোভাস
থেকে,যার অর্থ নবম।

© ডিসেম্বর – ল্যাটিন শব্দ দেসেস
থেকে,যার অর্থ দশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে