Mozibul-Haq20151104093342

বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ  সংসদ অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল  সোমবার বিকেল ৫টার দিকে ১০ জাতীয় সংসদের ৯ম অধিবেশনে প্রশ্নোউত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী। উত্তর দেবার এক পর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হয়। এ সময় সংসদের অন্য সদস্যরা তাকে ধরে সংসদের লবিতে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করেন। পরে সেখান থেকে তাকে এ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার বলেন,‘সংসদে প্রশ্নত্তোর পর্ব চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। ইমার্জেন্সিতে তাকে ডাক্তাররা চেকআপ করে আশঙ্কামুক্ত বলে জানান।

তবে অবজার্ভেশনের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে।’ হাসপাতালে তাকে দেখতে তার দল ও পরিবারের অনেকেই ভিড় করেন।

জানা গেছে, রেলমন্ত্রী দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যায় ভুগছেন। সেখান থেকে তার আলসারের সৃষ্টি হয়। সম্প্রতি সিঙ্গাপুরে আলসারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার অবস্থার উন্নতি হতে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে