ডেস্ক রিপোর্ট : আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন বিশেষ দূতের ভূমিকা শেষ হচ্ছে। দেশটি কেবলমাত্র অঞ্চলটিতে কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, অঞ্চলটির ভারপ্রাপ্ত বিশেষ দূত লরেল মিলার পদত্যাগ করছেন। কিন্তু এরপর কাউকে তার স্থলাভিষিক্ত করা হবে না।
আফগানিস্তান ও পাকিস্তানের সংঘাতের কারণ একই হওয়ায় মার্কিন কর্মকর্তারা একসঙ্গেই সমস্যা সমাধানে বিশেষ দূতের পদটি সৃষ্টি করেন।
কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কূটনৈতিক ব্যয় হ্রাসের পরিকল্পনা করেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও কয়েকটি বিশেষ দূতের পদ অবলুপ্তের পরিকল্পনা করেন।
মিলার এখন দক্ষিণ ও মধ্য এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর আওতায় কাজ করবেন। এতে তার কর্মপরিধিও আরো অনেক বেড়ে গেল। ভারতও এই অঞ্চলের অন্তর্ভূক্ত।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে