আহমদ রেজা, চট্টগ্রাম আনোয়ারা উপজেলা প্রতিনিধি: প্রতি বছরের মতো আজ দুপুরে আনোয়ারা মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা সাইনবোর্ড ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে।
উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার ফারহানাসহ মোহাম্মদ রাসেদুলহক সাহেব, আসিক সাহেব,জাহেদ সাহেব,এনাম সাহেব ও অন্যান্য কর্মচারী বৃন্দূ উপস্থিত ছিলেন।
পশ্চিম বৈরাগী,এর সি আই জি, সমবায় সমিতির সহ-সভাপতি জনাব জয়নাল আবেদীন চৌধুরী বলেন আমি উক্ত সমিতির সদস্য হিসেবে সরকারি ভাবে যেই সহযোগিতা টুকু পেয়েছি আমি খুবই খুশি হয়েছি। আর মৎস্য সম্পদের সকল মৎস্য অফিসারদের জানায় ধন্যবাদ।
আনোয়ারা উপজেলা মৎস্য বিতরণী অনুষ্ঠানে কর্ম বিতরণীর শেষে শিখিয়ে দেয়। কি ভাবে পোনা চাষের সহজ ও দ্রুত বেড়ে।অল্প পুঁজিতে নির্ভর যোগ্য লাভ সচঞ্চল পরিবার গঠনে সুবিধা।