সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ শুক্রবার (১৮ নভেম্বর) সিরাজগঞ্জ লালন সংসদের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পী জি-বাংলা সারেগামা খ্যাত জুবায়ের জিকোর একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় এই গজল সন্ধ্যার উদ্বোধন করবেন সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি নবী নেওয়াজ খান বিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামস-ই-এলাহী অনু ও লালন অনুরাগী হাবিবুর রহমান ইউসুফ।
উক্ত গজল সন্ধ্যা সকল সঙ্গীতানুরাগীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিরাজগঞ্জ লালন সংসদের সাধারণ সম্পাদক আহমেদ শাকিল।