Thursday, 12 December 2024, 12:48 AM

স্বামী–স্ত্রী যেখানে যাবেন রিলস বানাবেন, বিবাহিতদের অমিতাভের পরামর্শ

দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন বলি তারকা ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। উড়ো খবরে সরগরম থাকে শোবিজ অঙ্গন। গত ১২ জুলাই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির আসরে দুই ভাগে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল বচ্চন পরিবার। এর মধ্যে শুধু মেয়েকে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন ঐশ্বরিয়া। সেই থেকেই আবার সংবাদমাধ্যমের শিরোনাম ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য সম্পর্ক। নেটিজেনদের প্রশ্ন, তাহলে বাতাসে যা ভাসছে, তাই কি সত্যি সত্যি ঘটতে চলেছে বচ্চন পরিবারে?  
যখন ছেলে আর বউয়ের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, সেই সময়ই বিবাহিতদের বিশেষ পরামর্শ দিলেন অমিতাভ বচ্চন।

শুরু হয়েছে কোন বানেগা ক্রোড়পতি। প্রকাশ্যে রিয়েলিটি শোর একঝলক। সেখানেই এক প্রতিযোগী জানান, তাঁরা যেখানে যান সেখানেই রিলস বানান। এ কথা শুনে বিগ বি বলেন, ‘আপনি স্বামী–স্ত্রীদের দারুণ একটা আইডিয়া দিলেন। ভাইয়েরা, আপনারা স্বামী–স্ত্রী মিলে যেখানেই যান না কেন, যা–ই করুন না কেন, সেটার একটা রিলস বানিয়ে নেবেন।’
জল্পনাকল্পনা শুরু হয়েছে অমিতাভের এই মন্তব্যকে ঘিরেও। অনেকে ভাবছেন, ছেলের বউকে ইঙ্গিত করেই বলেছেন এই তারকা। অনেকে বলছেন, আলাদা থাকছেন ঐশ্বরিয়া ও অভিষেক।

সম্প্রতি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিষেক বাচ্চনও। শুধু তা–ই নয়, বিবাহবিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন চলছে, সেটি নিয়েও নাখোশ অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অভিনেতা বলেন, ‘এখনো আমরা বিবাহিত।’

পাশাপাশি দাম্পত্য সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত এ বিষয়টা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বুঝতে পারছি এমনটা কেন হয়! আমাদের তারকা তকমা থাকার কারণে এই বিষয়গুলোও থাকবে। তবে আবারও বলে রাখি, আমি এখনো বিবাহিত।’
অমিতাভ বচ্চনকে শেষবার ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছিল। সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া পেয়েছে ছবিটি। এক হাজার কোটি টাকার ওপর আয় করে ফেলেছে কল্কি এডি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন।