Thursday, 12 December 2024, 01:33 AM

আবার অনিশ্চয়তায় ঢাকাই সিনেমা

করোনাকালে সিনেমাশিল্পে একটা বড় ধাক্কা গেছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আরেকবার বিপাকে পড়েছে এই শিল্প। গত শুক্রবার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। এখন হলে পুরোনো কয়েকটি সিনেমা প্রদর্শিত হলেও সেভাবে দর্শকের উপস্থিতি নেই।

শুটিং নেই, নতুন ছবিও নেই
গত কয়েক সপ্তাহ দেশে কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। দর্শকের শঙ্কা এখনো কাটেনি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, হলে দর্শকের উপস্থিতি বাড়তে আরও সময় লাগতে পারে। ২৩ আগস্ট ‘অমানুষ হলো মানুষ’ ছবিটি মুক্তির কথা আছে। তবে ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে জানালেন পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘অনেক হল ভাঙচুর হয়েছে। আতঙ্কে অনেক হল বন্ধ হয়ে গেছে। দর্শকও তো নেই। সরকার পরিবর্তন হলেও দেশের মধ্যে আতঙ্ক তো এখনো কাটেনি। ২৩ আগস্ট আমার ছবি মুক্তি দেব কি না, এখনো বলতে পারছি না।’