সাকিব আল হাসানসহ মোট ১১৩জন খেলোয়াড়কে ফিটনেস পরীক্ষার জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড জানিয়েছে, আগামী ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে ড্রাফটে থাকা খেলোয়াড়দের ফিটনেস অবস্থা বুঝতেই বাধ্যতামূলক পরীক্ষা করা হচ্ছে।
৯৩ জনের তালিকায় সাকিবের নাম থাকলেও, মাশরাফির নাম অনুপস্থিত। সম্প্রতি ব্যক্তিগত অনুশীলন করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি। ইনজুরির অবস্থা বুঝতে প্রথমে তার স্ক্যান করতে হবে।
তবে বিসিবি প্রেসিডেন্টস কাপে অংশ নেয়া খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হয়নি, তাদের প্রয়োজনীয় ফিটনেস আছে বলেই ধরে নিচ্ছে বোর্ড।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর সেন্টারে বিসিবির কন্ডিশনিং কোচদের কাছে ফিটনেস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
করোনার পরিস্থিতির কারনে সকল খেলোয়াড়কে মাস্ক পড়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নিজস্ব হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বিসিবি।
ফিটনেস পরীক্ষার জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকা :
তারিখ : ০৯-১১-২০২০
সময় : সকাল ১০টা থেকে ১১টা
খেলোয়াড় : সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, জাকের আলি অনিক, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দি শুভ, শুভাগত হোম চৌধুরি।
BSSN