ডেস্ক রিপোর্ট : ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টটেনহাম হটস্পারের ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য সার্জারি করতে যাচ্ছেন এই ইংলিশ অধিনায়ক।
তাতে আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার কোন সুযোগ নেই হ্যারি কেইনের। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব টটেনহাম হটস্পার।
গত ১ জানুয়ারি সাউদাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হ্যারি কেইন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের বিপক্ষে শেষ ষোলোর দু’টি ম্যাচ খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই তারকা। অনিশ্চয়তা আছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলা নিয়েও। আর তার অনুপস্থিতি বাড়তি দু:শ্চিন্তায় ফেলেছে টটেনহাম কোচ হোসে মরিনহোকে। প্রিমিয়ার লিগে ৬ নম্বরে থাকা স্পার্সের শেষ চারে থেকে লিগ শেষ করাটাও এখন চ্যালেঞ্জের মুখে।
J/T/N