ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের বিষয়টি বার্তা সংস্থা পিবিএকে নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের বেশ কিছু বসতঘরসহ নানা রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে