Chris-Gayle-of-West-Indies-acknowledges-the-crowd-21

বিডি নীয়ালা নিউজ(১৭ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের মেরে দর্শকদের আনন্দিত করাটাই যেন গেইলের কাজ।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও সেই আনন্দ বিলিয়ে দিলেন ক্রিকেট প্রেমীদের। সেইসঙ্গে আরও একবার প্রমাণ করলেন এজন্যই তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এদিন ৪৮ রানে অপরাজিত শতরানের ঝড়ো এক ইনিংস উপহার দেন ক্রিস গেইল।

৫ চার ও ১১ ছক্কার সৌজন্যে অসাধারণ এই ইনিংস খেলেন তিনি। আর তার সেঞ্চুরির সৌজন্যেই ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে গেইল বাহিনী। ক্রিস গেইলের ক্যারিয়ারে এটি ১৭তম টি-২০ সেঞ্চুরি। সেইসঙ্গে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাক্তি যিনি টি-২০ বিশ্বকাপের দুই আসরে শতরানের ইনিংস খেলার মাইলফলক স্পর্শ করেছেন। এর আগে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি (১১৭) করেছিলেন তিনি। এবার ইংলিশদের বিপক্ষে করলেন বিশ্বকাপের দ্বিতীয়টি।

এমন ম্যাচ খেলে নিজেও সন্তুষ্ট প্রকাশ করেছেন গেইল।

এ বিষয়ে তিনি বলেন, ‘অন্য কারও হাতে তুলে না দিয়ে ম্যাচটা আমি নিজেই শেষ করতে পেরে খুবই আনন্দিত।’

আসলে সেটা তো দারুণ ভঙ্গিমায় সেঞ্চুরির উৎযাপনেই প্রকাশ করেছেন ক্রিস্টোফার হেনরি গেইল!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে