Kamrul-hasan-20150204064806

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ ‘চলতি বছরের জুলাই থেকে দেশের হতদরিদ্র ৫০ লাখ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বা গম সুলভ মূল্যে বিতরণ করা হবে’, বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিকটন গম আভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করা হবে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ১০ এপ্রিল ৩১ মে পর্যন্ত।

কামরুল ইসলাম বলেন, ‘এ বছর প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা। সব দিক বিচেবনা করে আমারা প্রতি কেজি গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছি ২৮ টাকা।’

ভিজিএফ কার্ড উঠিয়ে দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভিজিএফ কার্ডধারীদের মতো হতদরিদ্রদের মাঝে আগামী জুলাই থেকে ৫০ লাখ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বা গম সুলভ মূল্যে বিতরণ করা হবে।’

এ বছর সারাদেশে মোট ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিকটন গম উৎপন্ন হয়েছে বলেও জানান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে