pic-02_175835

বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জনকে দুই হাজার টাকা করে, এক জনকে পাঁচ হাজার টাকা ও তিন জনের কাছ থেকে দেড় হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ মোহাম্মদ কামাল চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁদপুর নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জেলেকে আটক করা হয়। তারা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করছিল। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়।

চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় ২৫ কেজি জাটকাও জব্দ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে