একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।
২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩ আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ আসনে এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি ১৭ আসনে এগিয়ে রয়েছে এছাড়া অন্যান্য ৮ আসনে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২,২৯,৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বগুড়ার আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। জনগণ উৎসবের আমেজে তাদের ভোট দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে