DRONE

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ বলেছে, আমেরিকায় ২০২০ সালের মধ্যে প্রায় ৭০ লাখ ড্রোন আকাশে উড়বে।

চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে যে পরিমাণ ড্রোন উড়বে বলে মনে করা হচ্ছে ২০২০ সালে তার চেয়ে প্রায় তিনগুণ ড্রোন আকাশে উড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এফএ এ বলছে, বিমান যোগাযোগের ক্ষেত্রে ড্রোন ব্যবস্থায় সবচেয়ে গতিশীল প্রবৃদ্ধি ঘটবে। চলতি বছরের শেষে আমেরিকায় প্রায় ২৫ লাখ ড্রোন উড়বে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

গত ডিসেম্বরে ক্ষুদ্র ড্রোন ওড়ার বিষয়ে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে এফএ এ। ক্যামেরাসহ আড়াইশ গ্রামের বেশি এবং ২৫ কিলোগ্রামের কম ওজনের ড্রোনকে আকাশে ওড়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে