ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের মংডুর উদ্দেশে রওনা হয়েছে বিজিবির একটি প্রতিনিধি দল। ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে ১৩ সদস্য রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় প্রতিনিধি দল মিয়ানমারের মংডু উদ্দেশে রওনা হয়। সকাল ১১ টায় মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে টেকনাফ ২ বিজিবি এবং মিয়ানমার ইমিগ্রেশন
এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭ বাংলাদেশি নাগরিককে মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল
রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবেন।

পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্য প্রতিনিধিদলের সাথে ৯ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হটেন লিনেন।

উল্লেখ্য, পতাকা বৈঠক শেষে প্রতিনিধি দল দুপুরে ওই ১৭ বাংলাদেশি নাগরিককে নিয়ে ফেরত আসার কথা রয়েছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে