ডেস্ক রিপোর্টঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত চার ট্রেনযাত্রী নিহত হয়েছে। ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রমের সময় এর ছাদে থাকা যাত্রীদের অসাবধানতায় গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে গার্ডারে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।

আজ শুক্রবার ভোরে ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাকিম (১৭) বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে ভেরামারা প্রান্তে আরও দুজনের মৃত্যু হয়।

আহতদের পাকশি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে