nilphamary-2

বিডি নীয়ালা নিউজ(৭ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীতে হরিজন সম্প্রদায়ের অধিকার এবং সেবা প্রাপ্তি বিষয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের  সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারী সংস্থা সার্প রাইটস প্রকল্প।সোমবার (৭ মার্চ) দুপুরে শহরের জোড়দরগা এলাকায় অবস্থিত সার্প এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সার্প রাইটস প্রকল্পের সমন্বয়কারী রুবিনা ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি অন্তর বাঁশফোর, সার্প রাইটস প্রকল্পের কর্মসুচি ব্যবস্থাপক শ্যামল অ্যাঞ্জুলুস, কর্মকর্তা নাজমা বেগম, গোলাম মোস্তফা প্রমুখ। সভায় হোটেল মালিক, সেলুন মালিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, দাতা সংস্থা হেকস জুরীখের আর্থিক সহযোগীতায় সার্প হরিজনদের অধিকার আদায় নিয়ে নীলফামারীতে কাজ করছে। হরিজন সম্প্রদায়ের মানুষরা এখনও তাদের মৌলিক অধিকার ফিরে পাননি। এখনও তাদের হোটেলের বাহিরে দাড়িয়ে খেতে হয়, সেলুনে বসে চুলদাড়ি কাটাতে পারেন না। সভায় এসব সমস্যা সমাধানে সব শ্রেনী পেশার প্রতিনিধিদের করণীয় বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে