14368909_1408893125804689_98579607138830170_nস্টাফ রিপোর্টঃ Bangladesh Writers Association (বাংলাদেশ লেখক পরিষদ) এর আয়োজনে ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার বিকেল ৫টায় গ্রেটওয়াল একাডেমি, হাইজ-২৪, রোড-১২, সেক্টর-১৪, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের লেখক, বাংলাদেশ লেখক পরিষদের সাধারণ সম্পাদক এবং কবি, কথাসাহিত্যিক, ক্রীড়ালেখক ও সাহিত্য সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ এর ৫৫তম জন্মদিন উদযাপন ও কবিতা পাঠ অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে কাউকে সভাপতি বা প্রধান অতিথি করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত অর্ধশতাধিক কবি-লেখকই ছিলেন প্রধান অতিথি। কবি, কথাসাহিত্যিক ও টিভিব্যক্তিত্ব জনাব মাসুম বিল্লাহর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ পারভেজ এর জীবন ও সাহিত্যকর্ম এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি ও স্বনামখ্যাত অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং লেখককের শ্যালক মেজবাহউদ্দিন রুমি। সৈয়দ পারভেজকে নিবেদিত ও স্বরচিত কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন কবি ও লেখক বাদল মেহেদী, কবি ড. ডিএম ফিরোজ শাহ, কবি আহমেদ মুনীর, কবি শাহানারা ঝরণা, শিশুসাহিত্যিক বদরুল আলম, কবি ও সম্পাদক মুনীর আহমেদ শ্রাবণ, কবি লুতফুন নাহার হাসি, কথাসাহিত্যিক ও সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল, কবি ফারজানা ববি, কবি মোরাই রাশেদ, কবি হোসনে আরা বেগম, কবি মেঘলা জান্নাত, কবি আয়শা আওয়াল, কবি ও  কবি , অভিনেতা ও সম্পাদক রাহুল রাজ, কবি মুহাম্মদ ওবায়দুল্লাহ, কবি মোহাম্মদ মহসিন মিঞ্রা, কবি হৃদয় লোহানী, কবি জাহিদুল ইসলাম রুমী, জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলার সভাপতি মো: সাইদুল ইসলাম, সহ-সভাপতি কবি মায়ারাজ, মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল হক রোমান প্রমুখ।

14344071_1408881992472469_2860815637200477030_n14355124_1408891089138226_6407749365166614436_n14440907_1408892375804764_3003104636959529606_n14449718_1408895242471144_4895288265689789116_n14433228_1408891049138230_3932981298286030462_n14368841_1408890989138236_2652399425398246396_n

সৈয়দ মাজহারুল পারভেজ সম্পর্কে বলতে গিয়ে বদরুল আলম  এক পর্যায়ে  বলেন- “তাঁর মতো এমন নীতিবোধ সম্পন্ন মানুষ আমি কমই দেখেছি আর বাংলাদেশ লেখক পরিষদ তাঁর জন্ম দিন অনুষ্ঠান পালনে ভুমিকা রাখায়  সংগঠক হিসাবে  আমি গর্ভিত “।

কবিতা পাঠের মধ্য দিয়ে মাহফুজার রহমান মণ্ডল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আমরা ওনাকে সম্মান জানাতে পেরে গর্বিত। জীবদ্দশায় লেখক সম্মাণিত হওয়ার ঘটনা কম ঘটে। বাংলাদেশ লেখক পরিষদ এভাবে সব কবি-লেখকের জন্মদিন পালন করতে আগ্রহী। যদি তিনি পরিষদের সদস্য নাও হন।”

অনুষ্ঠানের আর এক পর্যায়ে রাহুল রাজ তাঁর কবিতা পাঠ শেষে লেখকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন – ” এইরকম জন্ম দিন লেখকের প্রতি বছর পালিত হোক ও শত শত বছর মানবের মাঝে উনি বেঁচে থাকুক এ আমার প্রত্যাশা ” ।

লেখকের সাথে তাঁর সম্পর্কের পরিচয় এবং গভীরতা তুলে ধরেন আর এক বাংলাদেশ লেখক পরিষদের মুখপাত্র  মোরাই রাশেদ ।

সৈয়দ পারভেজ তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- “এটি একটি বিরল সম্মান। এমন সম্মান জানানোর জন্য তিনি বাংলাদেশ লেখক পরিষদকে ধন্যবাদ জানান। একটি চমৎকার ও প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেয়ার জন্য”।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ লেখক পরিষদ পক্ষে আয়োজক মাহফুজার রহমান মণ্ডল, মোরাই রাশেদ, বদরুল আলম সকলের প্রশংসা কুড়ান।উপস্থিত কবি-লেখকরা এ অনুষ্ঠানটির কথা অনেকদিন মনে রাখবেন বলে অনেকে মত প্রকাশ করেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে