জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একদিনে শহরের বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধা ৭ থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত সৈয়দপুর থানা পুলিশের সহকারি পরিদর্শক লক্ষী নারায়নের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসেবনের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের কয়ানিজপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে মো: রফিক (৫৫), মৃত জসিম উদ্দীনের ছেলে আনছারুল ইসলাম (৩৫), শ্যমলাল সরকারের ছেলে শ্রী বকুল রবি দাস ও মৃত সাবু সিকদারের ছেলে শাহাজাদা ওরফে লেবু (৩৫), চাঁদনগরে এলাকার মৃত আব্দুর রশিদের ছেলেমাসুম ওয়ালিদ পাপ্পু (৪০) এবং গার্ডপাড়ার মৃত খুরশীদ আলমের ছেলে সালাহ উদ্দীন (৪০)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, গ্রেপ্তার ছয় জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় সকল প্রকার অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে