ডেস্ক স্পোর্টসঃ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপে কুতিনহোরা রীতিমতো গোলোৎসব করলেন ক্যাম্প নুয়ে। ৬-১ গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়ে কাতালানরা চলে গেছেন কোপা ডেল রের সেমিফাইনালে।

কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে গিয়ে ২-০ গোলের ব্যবধানে হেরে এসেছিল বার্সেলোনা। বুধবার রাতে তারই সমুচিত জবাব দিয়েছে বার্সেলোনা।

৬-১ ব্যবধানে সেভিয়াকে উড়িয়ে ৬-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছেন ভালভার্দের শিষ্যরা।

খেলার প্রথমার্ধেই পেনাল্টি আদায় করেন মেসি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কুতিনহো।

এর পর প্রথমার্ধের ৩১তম মিনিটে ইভান রাকিটিচের গোলে ব্যবধান বাড়ান স্বাগতিকরা।

এর পর পিকের ফাউলে পেনাল্টি পায় সেভিয়া। বানেগারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন বার্সা গোলরক্ষক সিলেসেন।

দ্বিতীয়ার্ধেও শুরুটা করেন কুতিনহো। ৫৩তম মিনিটে ব্রাজিলিয়ান এ মিডফিল্ডারের অসাধারণ হেডে স্কোরলাইন ৩-০ করেন স্প্যানিশ জায়ান্টরা।

গোলের রেশ কাটতে না কাটতেই ৫৪তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে রবার্তোর গোলে স্কোরলাইন ৪-০ তে গিয়ে দাঁড়ায়।

এর পর খানিকটা বিশ্রাম নেন স্বাগতিকরা। এ সুযোগ কাজে লাগায় সেভিয়া। ৬৭তম মিনিটে অ্যারেনার গোলে ব্যবধান কমলেও সেটি সেভিয়ার জন্য শুধু সান্ত্বনা হয়েই থাকে।

কারণ নির্ধারিত সময়ের বাঁশি বাজার ১ মিনিট আগে তাদের জালে বল ফেলে দেন লুইস সুয়ারেজ।

তবে এই পর্ব থেকে বাদ যাননি মেসিও। যোগ হওয়া সময়ে আরও একটি গোল দিয়ে বিদায় জানান সেভিয়াকে।

আর এর মাধ্যমেই সেমিফাইনালে চলে গেলেন কাতালানরা।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে