ডেস্ক রিপোর্টঃ সেনানিবাসের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ রোববার (১৪ জুলাই)  জাতীয় বৃক্ষরোপণ ২০১৯ এর কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি বৃক্ষচারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ উদ্বোধন করেন তিনি।

সেনাবাহিনী প্রধান একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করেন।

এসময় ঢাকা সেনানিবাসের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট/সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন প্রজাতির (ফলজ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সেনানিবাসে সর্বমোট প্রায় দুই লক্ষ বৃক্ষ রোপণ করা হবে।

বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে করছে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ এর উদ্দেশ্যে।

পিবিএ/বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে