setabgonj sugar mill

বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)-দিনাজপুর প্রতিবেদনঃ দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের স্টোর থেকে প্রায় ১৫লক্ষ টাকার তেল, মবিল ও গ্রীজ চুরি হয়েছে।

এ ঘটনায় স্টোর কিপার ও পোর্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী একসপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৪ মার্চ বৃহস্পতিবার স্টোর অফিসার ধীরেন চন্দ্র রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপার মো. আসাদুজ্জামান, পোর্টার মানিক চন্দ্র ধর ও মধু সুদন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ডিজিএম মো. আল ইমরানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রধান তদন্ত কর্মকর্তা আল ইমরান সাংবাদিকদের জানান, ১৮ হাজার লিটার তেলের মধ্যে প্রায় ছয় হাজার লিটার তেল মজুদ রয়েছে। বাকী ১২ হাজার লিটার তেল ও কয়েক ড্রাম মবিল এবং গ্রীজের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা আগামী একসপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে