ডেস্ক রিপোর্টঃ কথা কাটাকাটির জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার বালিউড়া বাজারে একটি মাছের দরদাম নিয়ে  নরসিংপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি শামছুল হক নমু মিয়ার সঙ্গে একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ভূঁইয়ার  কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়টি নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রজ্ঞন দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে