tofayel

বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিযে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বিশ্ব সভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপি আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মায়ের কোল খালি করে রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছেন। বেগম জিয়ার উপলব্ধি হওয়ায়  তিনি এখন ঘরে ফিরেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামছুদ্দীন স্টেডিয়ামে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন,  ২০১৯ সালে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আর কোন ষড়যন্ত্র না করে সরকারকে সহযোগিতা করুন। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোন বিকল্প নেই। ৫ জানুয়ারির নির্বাচন না করে তিনি যে ভূল করেছিলেন তা উপলব্ধি হয়েছে। তিনি ঘরে ফিরেছেন। ভারতের ড.কৌশিক বসু’র  উদ্ধৃতি টেনে বলেন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।  মানুষ এখন াার বিএনপিকে পচন্দ করে না। তাঁর প্রমাণ মিরেছে পৌরসভা নির্বাচনে।  যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতেন, তারাও এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। খাদ্য উৎপাদনের উদ্বৃত্ত দেশ থেকে এখন চালও রপ্তানী করা হচ্ছে। দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ বিলিয়ন ডলারে। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মাদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে এক যোগে কাজ করতে হবে। শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে জীবন বাজী রেখে দেশের উন্নযনকে এগিযে নিযে যাচ্ছেন। আ’লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট হয়। বিএনপি বার বার ক্ষমতায় থেকে দেশকে ধংস করেছে উল্লেখ করে নাসিম বেগম খালেদার উদ্দশ্যে বলেছেন, খালেদা জিয়া ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নি। ষড়যন্ত্র ছেড়ে সহযোহিতা করুন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত  মাসবাপী এ বাণিজ্য মেলার উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি আবু ইউসুফ সূর্য্য।  অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমদ, আ’লীগ নেতা গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, র‌্যাব-১২ অধিনায়ক শাহাবুদ্দিন বিপিএম এবং পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহম্মেদ, নবনির্বাচিত পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।  এর আগে বাণিজ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও এমপিসহ নেতৃবৃন্দ সিরাজগঞ্জ কড্ডা সড়কের কাদাই এলাকায় সিলভার ডেল সুইমিং কমপ্লেক্স এন্ড রিসোর্টের উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হেলিকপ্টার যোগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে হেলিপ্যাডে পৌছলে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিযে অভিনন্দিত করেন। তাঁর সম্মানে সিরাজগঞ্জ শহরে প্রায় ১৫ টি তোরণ নির্মাণ করা করা হয়। বাণিজ্য মন্ত্রী সিরাজগঞ্জে আমদানী ও রপ্তানী অফিসের স্থায়ী ভবণ নির্মাণেরও ঘোষণা দেন। মন্ত্রীদ্বয়সহ নেতৃবৃন্দ কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায করেন  এবং মসজিদ উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে