1-2

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ শহীদ শামছুদ্দিন স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে মাস ব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। এ মেলা ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা শুরু থেকেই কৃষি শিল্প ও বাণিজ্য স্টলসহ বিভিন্ন উৎপাদনকৃত পণ্য সামগ্রীও  স্থান পেয়েছে। বিশেষ করে জনসাধারণের আনন্দ উৎসবের জন্য সার্কাস ও রাফেল ড্র প্রতিরাতেই অনুষ্ঠিত হচ্ছে। এসব আনন্দে জন সাধারণ মুখরিত হলেও দৈনিক স্বপ্নতরী র‌্যাফেল ড্র’র উপস্থাপক রাজ্জাকের বিরুদ্ধে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এ র‌্যাফেল ড্রর উপস্থাপক মানবাধিকার লঙ্ঘিত করছেন। কারণ প্রতিদিন রাতে নির্ধাতির সময় একজন শিশুর চোখ বেধে র‌্যাফেল ড্রর মঞ্চে দাড় করিয়ে অমানবিক ভাবে “উঠাও বাচ্চা” এমন বাক্য বা ভাষা উচ্চারণ সহ বিভিন্ন ধরণের ব্যাঙ্গউক্তির ভাষা ব্যাবহার করা হয়। ওই উপস্থাপক র‌্যাফেল ড্র অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দুইজন নিষ্পাপ শিশুকে দিয়ে প্রায় দু’ঘণ্টা ব্যাপি এই অমানুবিক দৃশ্যে দাড় করে রাখা হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠান কালে শহর ও গ্রাম অঞ্চলে টিলিভিশনের ডিসলাইন পর্দায় এই দুই শিশুর দৃশ্য দেখে অনেকেই এসব এমন মন্তব্য করে থাকেন। টেলিভিশনের দর্শক ও মেলায় র‌্যাফেল ড্রর মঞ্চের সন্মুখে নারী পুরুষরা ওই উপস্থাপক বা ভাষ্য কারের “শিশুর সাথে” আচারনের ভাষা পরিবর্তনের দাবি করেছেন। এদিকে দৈনিক স্বপ্নতরী র‌্যাফেল ড্র বিশ টাকা দামের লটারির টিকিট কিনতে হাজার হাজার নারী পুরুষ মেলার ভাসমান কাউন্টার সহ শহর গ্রাম অঞ্চলে ভীর জমে উছলে প্রতিদিন। লটারি ড্র অনুষ্ঠানে চোখ বেধে শিশুকে দিয়ে চাদরে ছড়িয়ে রাখা টিকিট উঠিয়ে ভাগ্যভান নিধারণ সরাসরি সম্প্রচার করার ঘটনাটি অনেকেই সহজভাবে গ্রহন করছেন না। করণ চোখ বাধা শিশুটির সঙ্গে অনুষ্ঠান চলা কালে অমানুবিক আচরণ করা হয়। উপস্থাপকের মুখের ভাষা অনেক সময় কর্কশ হয় এবং এতে  দর্শকরা আহত হন। মেলা কতৃপক্ষের এ বিষয়টি নজরে নেয়া প্রয়োজন বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে