পৌর-ও-ইউপি-নির্বাচন

বিডি নীয়ালা নিউজ(২২ই এপ্রিল১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী):  সীমানা সংক্রান্ত জটিলতায় হাইকোর্টের নির্দেশে সিরাজগঞ্জের চৌহালীর স্থল ও বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তাই শনিবার দুই উপজেলার এই দু’টি ইউনিয়নে ভোট গ্রহন হচ্ছে না।

উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়,  তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সদিয়া চাঁদপুর,  খাষকাউলিয়া,  বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন এবং বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বেলকুচি সদর, রাজাপুর, ভাঙ্গাবাড়ি,  দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চৌহালী উপজেলার ৩৯টি এবং বেলকুচি উপজেলার ৮৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।

শুক্রবার স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশ এবং আনসারের পাশাপাশি র‌্যাব, বিজিবি মোতায়েন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে