মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ “সামাজিক উন্নয়নে আমরা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এক মত বিনিময় সভা সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভা কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংস্থা গুলো এই উপজেলার সামাজিক উন্নয়নে কি কি কাজ করেন সে গুলো মত বিনিময় সভায় তুলে ধরেন। নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ,কিশোরগঞ্জ,নীলফামারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মফিজুল হক ,কিশোরগঞ্জ থানা,নীলফামারী, মোঃ ফজলে রহমান সভাপতি বঙ্গবন্ধু পরিষদ,কিশোরগঞ্জ,নীলফামারী, মোঃ শরিফুল ইসলাম (সাজু) সাধারন সম্পাদক নাগরিক কমিটি, কিশোরগঞ্জ,নীলফামারী,মোঃ সফিউল করিম, সাংগঠনিক সম্পাদক নাগরিক
কমিটি,কিশোরগঞ্জ,নীলফামারী। মতবিনিময় সভায় সংস্থার কর্মকর্তাদের প্রশ্ন পর্বে অংশ নেন সাংবাদিক খাদেমুল মোরশালিন শাকির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমূখ। সংস্থার কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ,কিশোরগঞ্জ এপি অফিসের এরিয়া ম্যানেজার পিকিং চাম্বু গং, গ্রামীণ উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম (রতন),সার্প কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান এছাড়াও ব্র্যাক, আরডিআরএস,টিএমএসএস কর্মকর্তাগন বক্তব্য রাখেন তাদের উন্নয়ন মুলক কর্মকান্ডের উপর। সঞ্চালনায় ছিলেন আকরামুজ্জামান (টিটো) প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে